ঢাকা আরিচা মহা সড়কে লেগুনা-বাসের সংঘর্ষ ৪ জন নিহত 

স্টাফ রিপোর্টার:
ঢাকা আরিচা মহা সড়কে মানিকগঞ্জ সদর থানার ভাটবাউর নামক স্থানে  যাত্রী বোঝাই আকিজ গ্রুপের একটি  ষ্টাফ বাস বানিয়াজুরী  ছেড়ে আসা লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৪ জন মারা যায়।
জানা গেছে বুধবার সকাল সারে ৮ টার দিকে বানিয়াজুরি থেকে ছেড়ে আসা কয়েকজন যাত্রী নিয়ে ছেড়ে আসা লেগুনা  ভাটবাউর স্টান্ডে যাত্রী উঠা নামার সময় থেমে থাকা অবস্থায় ঐ লেগুনা কে স্টাফ বাসের প্রচন্ড ধাক্কা দিলে লেগুনাটি পাশের খাদে গভীর পানিতে সম্পুর্ন  নিমজ্জিত হয়।ঘটনাস্থলে লেগুনার চালক সহ ৪ জন মারা যান।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুল রউফ সরকার জানিয়েছেন আরো ২ জন আহত যাত্রীকে মুমুর্ষ অবস্থায় ঢাকা পংগু হাসপাতালে ভর্তির জন্য প্রেরন করা হয়। অপরজন মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজনেরা দূর্ঘটনা কবলিত লেগুনাটিকে ক্রেন দিয়ে সম্পুর্ন উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় খবর পেয়ে নিহতদের আত্মীয় স্বজনদের আহা জারিতে এলাকার আকাশ  বাতাস ভারি হয়ে উঠে।
ঘটনাস্থল পরিদর্শন কালে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার নিহত পরিবারদের নগদ ২০ হাজার টাকা প্রদান করেন এবং আহত ২ জনকে সারে ৭ হাজার করে ১৫ হাজার টাকা প্রদান করেছেন।
দূর্ঘটনায় নিহতরা ঘিওর উপজেলার বাগান এলকার হলেন আয়শা আবেদ ফাউন্ডেশনের কর্মী হেনা আকতার ( ৫০) একই গ্রামের মালেকা বেগম( ৫৫), মদক চন্দ্র( ৫৫) সদর উপজেলার লেগুনা চালক জাহিদ হোসেন (৩৪)। নিহতদের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
 এছারা উদ্ধার কালে ঘটনাস্থলে মহাসড়কের উভয় পাশে প্রায় ২ ঘন্টা যান বাহন চলাচল বন্ধ থাকায় প্রচন্ড ভেপষা গরমে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঢাকা আরিচা মহা সড়কে লেগুনা-বাস