রানীশংকৈলে ব্রি ধান ৭৫ এর নমুনা শস্য কর্তন, চাষ হয়েছে ৯৫০ হেক্টর জমিতে 

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাও ইউনিয়নের  রাউৎনগর গ্রামে (রবিবার ৮অক্টোবর) রানীশংকৈল কৃষি অধিদপ্তরের আয়োজনে ব্রি ধান ৭৫ এর ৫০ শতক জমিতে নমুনা শস্য কর্তন করা হয়েছে।
ব্রি ধান ৭৫ একটি রোপা আমন মৌসুমে জাত। এর কৌলিক সারি নং  Husa 565। উক্ত কোলিক সারিটি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপিন্সে Yuefeng Zhan এবং  E-Zhong 5 নামক এর সাথে সংকরায়ন করে বংশানুকক্রমে সিলেকশন (pediagree selcetion এর মাধ্যমে উদ্ভাবিত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উক্ত কৌলিক সারিটি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট হতে সুচনা করে।
ব্রি ধান ৭৫ নমুনা শস্য কর্তন করার সময় উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শরৎ চন্দ্র, উপ-সহকারী কৃষি কর্মকর্তা একরামুল করিম ও কৃষক আব্দুল আজিজ সহ আরো অনেকে।
রানীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে জানাজায়, এবার এ উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে ব্রি ধান ৭৫ আবাদ হয়েছে। হেক্টর প্রতি ৬.৩২ মেট্রিক টন ফলন কাঁচা অবস্থায় ধরা হচ্ছে।
কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এধানের রোগ বালাই তেমন একটা নেই। ধান টি আমনের জন্য নতুন ভেরাইটি জাত। এধান টি খুব একটা জনপ্রিয়। এ ধান সল্প মেয়াদি ১১০-১১৫ দিনের মধ্যে কর্তন করতে হয়। তবে এটি একটি সুগন্ধি যুক্ত ধান। এ ধানটির আগামীতে এ উপজেলায় ব্যাপক সম্ভাবনা রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কৃষি অধিদপ্তর * ব্রি ধান ৭৫ * রানীশংকৈল