নবাবগঞ্জে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ রোধে জনসচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত 

নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
মাদক জঙ্গিবাদ  সন্ত্রাস ও নাশকতা মুলক  অপরাধ দমন ও আত্নহত্যার প্রবনতা রোধে সচেতনতা মুলক  বিট পুলিশিং উঠান বৈঠক ও  আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ই অক্টোবর  সকাল ১১ টায়  মাহমুদ পুর ইউনিয়নের হলাইজানা সরকারি  প্রাথমিক  বিদ্যালয়  হল রুমে এই আলোচনা  অনুষ্ঠিত  হয়।
এ সময় পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা মমিনুজ্জামান বলেন, মাদক জজ্ঞিবাদ সন্ত্রাস ও নাশকতা মুলক  অপরাধ দমন ও আত্নহত্যার প্রবনতা রোধে সচেতনতা মুলক মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজের জন্য ক্ষতিকারক। এটা সমাজ থেকে নির্মূল করতে হবে। সদিচ্ছা থাকলে এটা নির্মূল করা সম্ভব।  তিনি মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন।  এবং যাতে করে আমাদের সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করা যায় সে জন্য সমাজের সকল কে সচেতন  থাকতে বলেন।
এ সময়  নবাবগঞ্জ  থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা  মমিনুজ্জামান, সাব -ইন্সপেক্টর আহনাফ তাহমীদ,মাহমুদ পুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান মো: সালাউদ্দিন মাসুম, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য  ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জঙ্গিবাদ * মাদক * সন্ত্রাস
সর্বশেষ সংবাদ