তরুন প্রজন্মের ডাক্তারদের এইচআইভি/এইডস বিষয়ক ধারণা দিতে কর্মশালার আয়োজন

 

বার্তা বিভাগঃ

এইচআইভি/এইডস বিষয়ে মেডিক্যাল স্টুডেন্ট দের সেশন নেয়ার কাজটা অনেকটা সহজ না হলেও সবার শতঃস্পূর্ত ভালোবাসা আর আন্তরিকতা দেখে মনে হলো সেশনটা কার্যকরী হয়েছে। কর্মশালা শেষে বাংলা এফএমকে এমনটাই জানান কর্মশালার গেস্ট অফ অনার ও HIV স্পেশালিস্ট এবং পিএলএইচএইভি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হাফিজউদ্দিন মুন্না

HIV/ AIDS বিষয়ে সচেতনতা তৈরি, সম্যক ও চিকিৎসা বিজ্ঞানীও ধারণা দিতেই মূলত গত ১ অক্টোবর এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল স্টুডেন্ট সোসাইটি, UNAIDS, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস কন্ট্রোল প্রোগ্রাম।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়জিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো শামসুর রহমান প্রন্সিপাল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা রাওনক জাহান কন্সাল্টেন্ট, ইউএনএইডস বাংলাদেশ,
প্রফেসর ড. ফারাহ শারমিন বিভাগীয় প্রধান, প্যাথলজি, এবং ড. আবু নাঈম মো: ওসমান গনি লেকচারার, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সহ দেশ বরৈন্য চিকিৎসকবৃন্দ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কর্মশালার আয়োজন * তরুন প্রজন্মের ডাক্তারদের এইচআইভি
সর্বশেষ সংবাদ