গরীবের আটায় শকুনের চোখ

গাজীপুর প্র্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বালুর মাঠে মধ্যবীত্ত ও নিম্নবীত্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ২৪ টাকা কেজি ধরে আটা ও ৩০ টাকা ধরে চাল বিক্রি করে আসছে শাহজাহান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান।
দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে চাল, আটা বিক্রি করলেও বর্তমানে শকুনের চোখ পড়েছে। জানা যায়, শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি ইউনিয়নের বালুর মাঠে দীর্ঘ ৮ মাসসহ ৩ বছর যাবৎ সুনামের সাথে চাল ও আটা বিক্রি করে আসছেন শাহজাহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহজাহান।
এলাকার প্রভাবশালী জনৈক ব্যক্তি ডিলার শাহজাহানের নিকট টাকা ও আটা দাবি করেন। শাহজাহান ঐ জনৈক ব্যক্তির চাহিদা পূরণ না করায় জনৈক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ভিডিও লোকজনের ভিডিও ধারণ করে উপজেলায় পাঠায়। সরেজমিনে পর্যবেক্ষণে গেলে দেখা যায়, সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে চাল ও আটা সিরিয়াল অনুযায়ী বিক্রি হচ্ছে।
প্রতিদিন প্রায় ১ থেকে ২ টন আটা ও ১ থেকে দেড় টন চাল মধ্যবীত্ত ও নিম্নবীত্ত পরিবারের কাছে বিক্রি করা হয়। প্রতিদিন প্রায় ৭০০ জন লোকের মধ্যে ২ কেজি থেকে ৫ কেজি আটা ও চাল বিক্রি করা হয়। রাজাবাড়ি ইউনিয়নের বাসিন্দা অর্চনা বলেন, একদিন পর পর আটা ও চাল নিয়ে যাই। সিরিয়াল অনুযায়ী সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে চাল ও আটা বিক্রি করেন ডিলার শাহজাহান। ইউনিয়নের বাসিন্দা রেবেকা, মালতি, আলী আজগর, আমানউল্লাহ, দুলাল জানান, এখানে কোন প্রকার দূর্নীতি, স্বজনপ্রীতি করা হয় না।
মধ্যবীত্ত ও নিম্নবীত্ত পরিবারের মাঝে চাল ও আটা বিক্রি করা হয়। ডিলার শাহজাহান জানান, দীর্ঘ তিন বছর যাবৎ তিনি চাল ও আটা বিক্রি করে আসছেন। সিরিয়াল অনুযায়ী সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে এসব সামগ্রী বিক্রি করেলেও জনৈক ব্যক্তি বিভিন্ন সময় টাকা ও আটা দাবি করেন।
গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপির অঙ্গীকার সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদকমুক্ত আধুনিক মানবিক ডিজিটাল শ্রীপুর গঠনের জন্য তিনি জনৈক ব্যক্তিকে টাকা ও আটা না দেয়ায় জনৈক ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছেন।
রাজাবাড়ি, প্রহলাদপুর, কাপাসিয়া উপজেলার লোকজনও এখানে চাল ও আটা কিনতে আসেন বিধায় লোকজন অনেক বেশি হয়। গাজীপুর জেলায় শিল্পায়নের কারণে দেশের সকল জেলার লোকজন থাকায় এ এলাকায় লোকজন অনেক বেশি। রাজাবাড়িতে যে পরিমাণ চাল ও আটা দেয়া হয় চাহিদা অনুযায়ী খুব কম। ডিলার শাহজাহান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন এবং তারা বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গরীবের আটায় শকুনের চোখ * গাজীপুর * নিম্নবীত্ত
সর্বশেষ সংবাদ