নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুইজন আটক

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল- ই খুদা। এর আগে শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- গাজীপুরের টঙ্গি থানার এরশাদ নগর এলাকার মো: হোসেন মিয়ার ছেলে মো: রাজু মিয়া (২৫) ও কাপসিয়া থানার মীরার টেক এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)। অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলায় চলমান অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক নারীসহ দুইজনকে আটক ও তাদের দখল হতে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছে বলে পুলিশী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঢাকা-সিলেট মহাসড়ক * নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুইজন আটক * মাদকদ্রব্য
সর্বশেষ সংবাদ