অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত খালি করে দিয়ে জনগনের চলাচলের প্রতিবন্ধকতা কমাতে ব্যবস্থা গ্রহন করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর প্রতিনিধি:

মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী এ্যাড আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত খালি করে দিয়ে যাতে জনগনের চলাচলের প্রতিবন্ধকতা না থাকে তার ব্যবস্থা গ্রহন করতে হবে। তিনি আরো বলে, প্রাথমিক ভাবে যারা প্রতিনিধি আছেন তাদেরকে এই উদ্যোগ নিতে হবে। বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু ধর্মালম্বীদের বৃহত্তম উৎসব পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী এ্যাড আ ক ম মোজাম্মেল হক এমপি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে জন্মাষ্টমী বিষয়ে বলেন, যখন সারা দেশে অন্যায়, অত্যাচর, অবিচার দুর্শাসন চলছিল তখন অশুভ শক্তিকে দমন করার জন্য পৃথিবিতে ভগবান শ্রী কৃষ্ণনের আবির্ভাব হয়েছিল। আমি বিশ্বাস করি , এই অন্যায়, অত্যাচর, অবিচার দুর্শাসন বন্ধের উদ্দেশ্যে আপনারা এই দিবসটি পালন করেন।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, জয় কৃষ্ণ দুর্গা সেবা সংঘের সভাপতি চন্দ্র মোহন, সঞ্চালনা করেন আশিষ চন্দ্র রায়।

পরে বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা বের করে কালিয়াকৈর উপজেলা চত্বরে গিয়ে শেষ করা হয়। বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রায় অংশ গ্রহন করেন বাংলাদেশ হিন্দু পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি সুকুমার সাহা ও সাধারন সম্পাদক পার্থ সরকার, বাংলাদেশ হিন্দু পরিষদ মৌচাক
ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সহ সদস্য বৃন্দ , সূত্রাপুর ইউনিয়ন শাখা ও ঢালজোড়া ইউনিয়ন শাখার হিন্দু ধর্মাল্বীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অবৈধ স্থাপনা * কালিয়াকৈর * জনগনের চলাচলের প্রতিবন্ধকতা
সর্বশেষ সংবাদ