গাজীপুরে দু:স্থদের মাঝে পুনাকের খাদ্য সামগ্রী বিতরণ

গাজীপুরের পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রীর এক বছর পূর্তি উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইন্সে ১০০ দুস্থ নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর পুনাক সভানেত্রী জিনিয়া ফারজানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম। প্রতি জন দুস্থ’র মধ্যে বিতরণ করা খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে,  ৮ কেজি চাল , ডাল ১ কেজি,  তেল ১কেজি,  লবণ১ কেজি, চিনি ১ কেজি, আলু ১ কেজি ,পিয়াজ ১ কেজি। এছাড়াও অনুষ্ঠানে যাতায়াতের জন্য প্রত্যেককে ভাড়ার টাকা করে প্রদান করা হয়।
গাজীপুর জেলা পুনাকের সভানেত্রী জিনিয়া ফারজানা বলেন, আজকের এই দিনে আমার স্বামী গাজীপুর পুলিশ সুপার হিসাবে যোগদান করেন৷ এই দিনটিকে স্মরনীয় রাখতে পুনাকের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হলো। যদিও আমাদের আয়োজন ক্ষুদ্র তবুও এই খাদ্য সামগ্রী তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।
গাজীপুর জেলা পুলিশ সুপার শফিকুল আলম বলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার হিসাবে আজ আমার একবছর পূর্ণ হয়েছে। বিশ্বের এই সংকটময় সময় খেটে খাওয়া মানুষ অনেক কষ্ট জীবনযাপন করেছেন৷ তাই আমাদের উচিত যার যার অবস্থান থেকে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবেন৷ আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই৷
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান, সহকারি পুলিশ সুপার, (কলিয়াকৈর সার্কেল) আজমীর হোসেনসহ পুনাকের সদস্যবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গাজীপুরে দু:স্থদের মাঝে পুনাকের খাদ্য সামগ্রী বিতরণ
সর্বশেষ সংবাদ