এ সপ্তাহে হচ্ছে না ৪৩তম বিসিএসের ফল প্রকাশ

বার্তা বিভাগ:

এ সপ্তাহে হচ্ছে না ৪৩তম বিসিএসের ফল প্রকাশ । ফল আগামী সপ্তাহের যেকোনো সময়ে প্রকাশ করা হবে বলে পিএসসি সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয় নিয়ে জানতে চাইলে পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফল প্রকাশ করা হবে-এমন সময়ে এসে কিছু জটিলতা দেখা দিয়েছে। এ সপ্তাহে সব জটিলতা শেষ করে আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হবে।

গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ৪৩তম বিসিএস * পিএসসি সূত্র * ফল প্রকাশ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ