শ্রীবরদী সীমান্তে ১ শত ২৭ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ফেরদৌস আলী, শেরপুর প্রতিনিধি:
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যারা শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরী এলাকায় ১৮ জুন রোববার রাত সোয়া ১০ টার দিকে অভিযান চালিয়ে ১ শত ২৭ বোতল আমদানি নিষিদ্ধ McDowll’s No-1 বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক কারবারিরা ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. সাইদুল ইসলাম (২৬) ও একই গ্রামের মো. লাল মিয়ার ছেলে আঃ কাশেম ওরফে কাশেম মিয়া (২৪)।
এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাব সদস্যারা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরী গ্রামে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. সাইদুল ইসলাম ও আঃ কাশেম ওরফে কাশেম মিয়াকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১ শত ২৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ বিদেশী মদের মূল্য ৬৩ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক কারবারিদের শ্রীবরদী থানায় সোপর্দ করে র্যাব-১৪ পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।