ব্যক্তিগত ক্ষোভ থেকে নাদিমের ওপর হামলার পরিকল্পনা চেয়ারম্যান বাবুর: র‍্যাব

সদরুল আইনঃ
ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা থেকে ‘উচিত শিক্ষা দিতে’ সাংবাদিক নাদিমের ওপর হামলার পরিকল্পনা করেন সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
 সে অনুযায়ী ঘটনার রাতে নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে নাদিমের ওপর হামলা করান তিনি। এসময় খুব কাছ থেকে নির্দেশনাও দিচ্ছিলেন তিনি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বাংলানিউজের সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, তার দুই সহযোগী মনিরুজ্জামান মনির ও জাকিরুল ইসলামকে গ্রেফতারের বিষয় জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। সাংবাদিক নাদিমের ওপর হামলাকারী এবং বাবুর অপর সহযোগী রেজাউল করিমকে বিকেলে বগুড়া থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ব্যক্তিগত ক্ষোভ থেকে নাদিমের ওপর হামলার পরিকল্পনা চেয়ারম্যান বাবুর * র‍্যাব
সর্বশেষ সংবাদ