সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত থেকে স্বর্ণের বারসহ আটক-১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারসহ মজনু খান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় তার কাছ থেকে ৩ পিচ স্বর্ণের বার জব্দ করা হয়।
শুক্রবার (১৬ জুন) বিকেলে কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত মজুন খান মানিকগঞ্জের  সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আশরাফুল হক জানান, কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সোনা বহনকারী মজনু খানকে আটক করতে সক্ষম হন।
পরে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কাছে থাকা ব্যাগের ভিতর থেকে টেপ দিয়ে মোড়ানো ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা।
আটকৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্নের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত থেকে স্বর্ণের বারসহ আটক-১
সর্বশেষ সংবাদ