লোহাগড়ায় গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ আটক-২
শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের ধরে গ্রাম পুলিশ সদস্য বকুল শেখ (৪২)কে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ এজাহারভ‚ক্ত প্রধান আসামীসহ দুই জনকে আটক করেছে এবং হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে,উপজেলার কুমড়ি পূর্বপাড়ার বদিয়ার শেখের ছেলে ও দিঘলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য বকুল শেখ গত রোববার রাত ৮ টার দিকে রিজ্জাকের দোকান থেকে বাড়ী ফেরার পথে গোলাপের বাড়ী কাছে পৌছালে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, বকুল শেখ হত্যার ঘটনায় বড় ছেলে রমজান শেখ বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এজাহারভ‚ক্ত প্রধান আসামী পাগল কটার ছেলে আজমল শেখ (৩০) এবং আয়নালের ছেলে রুবেল শেখ (৩৫) কে গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার দুপুরে লোহাগড়া থানা পুলিশ নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিগ্রিচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাপাতি ঘটনা স্থলের পাশে খেজুর বাগান থেকে উদ্ধার করা হয়। আজমল শেখ শুক্রবার রাতে ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।