মুলাদীতে বাল্য বিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষনা

মো. জাহিদুল ইসলাম,  বরিশাল প্রতিনিধি:
বরিশালের মূলাদীতে বাল্য বিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষনা শীর্ষক “অভিভাবক সমাবেশ” অনুষ্ঠিত। ১৭/৫/২০২৪ ইং উপজেলার নাজিরপুর ইউনিয়নের  জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত  হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আয়োজিত এবং সেভ দ্য চিলড্রেন এবং সেইন্ট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাদল খান। বিশেষ অতিথি ছিলেন মো. মেহেদী হাসান, পুলিশ উপ পরিদর্শক, নৌ পুলিশ ফাঁড়ি, নাজিরপুর ইউনিয়ন।মো. সাইমুম মাহামুদ মিশাদ, মেডিকেল অফিসার, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কিশোর কুমার দাস, উপজেলা সমন্বয়কারী শিশুদের জন্য কর্মসূচি সেইন্ট বাংলাদেশ মুলাদী উপজেলা। মো. শাকিল আহমেদ, প্রকল্প কর্মকর্তা, শিশুদের জন্য কর্মসূচি, সেইন্ট বাংলাদেশ, মুলাদী উপজেলা। পলাশ চন্দ্র শীল এবং সাইদুর রহমান ইউনিয়ন ফ্যাসিলিটেটর, সেইন্ট বাংলাদেশ, নাজিরপুর ইউনিয়ন। আরো উপস্থিত ছিলেন শিক্ষক, গন্যমান্য, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, অভিভাবক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বাল্য বিবাহ মুক্ত * বিদ্যালয় ঘোষনা * মুলাদী