বাকেরগঞ্জের তেতুলিয়া নদীতে ৩৩৭ কেজি ওজনের শাপলাপাতা মাছ ধরা পড়ল

মোঃ জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ( বরিশাল) প্রতিনিধি:

 বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপাশা ইউনিয়নে জেলেদের জালে ৩৩৭ কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে। স্থানীয়দের ভাষায় এটি শাপলা পাতা মাছ নামে পরিচিত। মাছটির ইংরেজি নাম স্টিংরে ফিস এবং বৈজ্ঞানিক নাম হিমানটুরাইমব্রিকাটা। মাছটি দৈর্ঘ্য ও প্রস্থে ১৫ ফুট। লেজের দৈর্ঘ্য প্রায় ৬ ফুট বলে জেলেরা জানিয়েছেন।

 ১৬ মে ২০২৩ ইং মঙ্গলবার সকাল ৯ টায় মাছটি তেতুলিয়া নদী থেকে জেলেদের জালে ধরা পড়ে। লক্ষ্মীবর্ধন গ্রামের রিয়াজ উদ্দিন মোল্লার পুত্র জেলে বেল্লাল মোল্লা মাছটি বিক্রির জন্য গোবিন্দপুর হাটে নিয়ে আসেন। স্থানীয় সেকান্দার আলীর কাছে জেলে বেল্লাল মোল্লা ৪৫০ টাকা কেজি দরে ১ লাখ ৫১ হাজার টাকায় বিক্রি করেন।

বিশাল আকৃতির এই মাছের স্থানীয়ভাবে ব্যাপক চাহিদা থাকায় সেকান্দার আলী দুপুরে গোবিন্দপুর হাটে মাছটি কেটে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করেন। এটি মানবদেহের জন্য মহৌষদের মতো কাজ করে বলে স্থানীয়রা জানান। তারা বলেন, এ মাছ খাওয়া হলে পেটের কঠিন পিড়া, আমাশয়ের কাজ ও পাইলস রোগ প্রতিরোধে বেশ কার্যকরি।

এ ব্যাপারে উপজেলার মৎস কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, মাছটির ইংরেজি নাম স্টিংরে ফিস এবং বৈজ্ঞানিক নাম হিমানটুরাইমব্রিকাটা। এ মাছগুলো নদী ও সাগরের সঙ্গমস্থলে থাকে। তবে এ দেশের বড় নদী গুলোতেও এদের ১২ থেকে ১৩টি প্রজাতি রয়েছে। স্থানীয়ভাবে একে শাপলা পাতা, হাউস পাতা মাছও বলা হয়ে থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ৩৩৭ কেজি ওজনের শাপলাপাতা * বাকেরগঞ্জের তেতুলিয়া  নদীত * মাছ ধরা পড়ল
সর্বশেষ সংবাদ