২ কোটি টাকা ব্যয়ে আজমিরীগঞ্জে রাস্তা পুনঃসংস্কার কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ

 
হবিগঞ্জ প্রতিনিধি :
 হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার মুন সিনেমাহল সংলগ্ন এলাকা থেকে পাহাড়পুরগামী ২ কিলোমিটার দীর্ঘ রাস্তা পুনঃসংস্কার কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ রাস্তা সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন চরবাজারের মুন সিনেমাহল সংলগ্ন এলাকা থেকে পাহাড়পুরগামী ২ কিলোমিটার দীর্ঘ রাস্তা পুনঃসংস্কার করার জন্য চলতি ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দ দেয়া হয় প্রায় ২ কোটি টাকা। কাজের দ্বায়িত্ব পায় হবিগঞ্জের মেসার্স জামাল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্টান। ওই রাস্তার কাজে রয়েছে ২৮০ মিটার দীর্ঘ গাইডওয়াল নির্মাণ, ২ কিলোমিটার দীর্ঘ রাস্তায় আরসিসি ঢালাই। গত এক সপ্তাহ পূর্বে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরুতেই নিম্নমানের ইট, কংক্রিট ও মাটি মিশ্রিত বালু ব্যবহার করা হয়। গাইডওয়ালের নীচে বেইজ ঢালাইয়ের কথা থাকলেও তা করা হয়নি। গাইডওয়াল ১ মিটার অর্থাৎ ৩ ফুট ৩ ইঞ্চি উচ্চতা থাকার কথা থাকলেও বাস্তবে কোন স্থানে ২ ফুট আবার কোন স্থানে আড়াই ফুট উচ্চতায় নির্মাণ করা হচ্ছে। নিম্নমানের কাজ করায় এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী তানজির উল্লাহ সিদ্দিকীর নির্দেশে গতকাল সকালে গাইডওয়াল ভেঙ্গে ফেলা হয়। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাস্তা পুনঃসংস্কার কাজ মানসম্মত ভাবে করার দাবি জানিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আজমিরীগঞ্জে রাস্তা পুনঃসংস্কার কাজে অনিয়ম দুর্নীতি