রাজউক উত্তরা মডেল কলেজের ছাত্র গালিবের ক্যান্সার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আসাদুল্লাহ আল গালিব রাজউক উত্তরা মডেল কলেজের মেধাবী ছাত্র ফুসফুসের ক্যান্সার রোগী।  সে এইচ.এস.সি পরীক্ষার্থী ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত  ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে শ্বাসকষ্টের চিকিৎসা নিতে গিয়ে ফুসফুসে বড় আকারের (১৫×৯×৫ সেমি.) টিউমার ধরা পড়ে। দেশে কিছুদিন চিকিৎসা নেওয়ার পরও তার তেমন কোন উন্নতি হয়নি ।  ফলে তাকে ডাক্তারের পরামর্শে  ভারতের বেঙ্গালুরু মনিপাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আসাদুল্লাহ আল গালিবের বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবা বশির আহমেদ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৯২ নং চরখাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব), মাতা মোসাঃ সায়েরা খাতুন।

গলিবের চিকিৎসার জন্য বাবা বশির আহম্মেদ ও মাতা সায়েরা খাতুনের নিজস্ব অর্থ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব শিক্ষক-সমাজ ও ছাত্র-ছাত্রীদের নিকট থেকে পাওয়া প্রায় ৪৩ লক্ষ টাকা ইতোমধ্যে খরচ হয়ে গেছে। বর্তমানে আসাদুল্লাহ আল গালিব ভারতের মুম্বাই শহরের টাটা মেমোরিয়াল হাসপাতাল প্যারেলে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু তার চিকিৎসার খরচ  যোগানো বাবা মায়ের পক্ষে কোনো ভাবেই সম্ভব হচ্ছে না। এই অবস্থায় বাবা বশির আহমেদ ও মা সায়েরা খাতুন দেশের হৃদয়বান ধনী,ব্যক্তি, সরকারি (জিও) ও বেসরকারি (এনজিও) সংস্থা সহ দেশি-বিদেশি মহানুভব ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।

তাদের সাহায্য পেলেই গালিব আবারো সুস্থ হয়ে উঠবে  বলে পিতা বশির আহম্মেদ ও মাতা সায়েরা খাতুন আশাবাদী। যারা আসাদুল্লাহ আল গালিবের চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে চান তাঁরা, বিকাশ, নগদ ও রকেট এ 01713-545890 নম্বরে এবং বশির আহমেদ ,সঞ্চয়ী হিসাব নম্বর- 4708002166778 সোনালী ব্যাংক, শিবগঞ্জ শাখা, চাঁপাইনবাবগঞ্জ ও সঞ্চয়ী হিসাব নম্বর- 20502110200318711 ,ইসলামী ব্যাংক লিঃ, শিবগঞ্জ শাখা, চাঁপাইনবাবগঞ্জে পাঠাতে অনুরোধ করেছেন। এবং প্রয়োজনে +8801303724316 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * রাজউক উত্তরা মডেল কলেজ