নড়াইলে গরমে বেড়েছে তালের শাঁসের কদর

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধিঃ

জ্যৈন্ঠ তীব্র খরতাপে একটু স্বস্তি পেতে নড়াইলের জনসাধারনের কাছে তালের শাঁসের কদর বেড়েছে। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এ সময় বিভিন্ন বয়সী মানুষের পছন্দের তালিকায় এটি বেশ জায়গা করে নিয়েছে।

লোহাগড়া উপজেলার জয়পুর মোড়ে মনি মিয়া, আলা মুনসীর মোড়ে সুমন শেখ, সিডি বাজার মোড়ে আহাদ ,কালনা ঘাটে জাহাঙ্গীর আলম ,ইতনা চৌরাস্তা মোড়ে মহাসিন,রাধানগর বাজারে শাহাদত মোল্যা তাল শাঁস বিক্রি করছেন। বিক্রেতা শাহাদত তাল শাঁস কেটে রাখতে পারছে না। কাটা শেষ হতে না হতেই ক্রেতারা নিয়ে যাচ্ছে। ক্রেতারা আকিদুল ইসলাম বলেন, এই গরমের মধ্যে তাল শাঁস খেতে খুব ভাল লাগে কিনে খাই মাঝে মাঝে বাড়িতে ও নিয়ে যা । প্রতিটি তালের শাঁস পনের টাকা থেকে বিশ টাকায় বিক্রিহচ্ছে । তালের শাঁস বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন,গরম পড়লে তালের শাঁস ভালো বিক্রি হয় । প্রতি বছর আমি এই মৌসুমে তালের শাঁস বিক্রি করে থাকি । প্রতিটি তালের ভেতর তিনটি অথবা দুইটি শাঁস থাকে প্রতিটি শাঁস ৫টাকা করে বিক্রি করি । সকাল থেকে বিকাল পষর্ন্ত তিনশত শাঁস বিক্রি করতে পারি ।

এব্যাপারে লোহাগড়া হাসপাতালের ডাক্তার খালিদ সাইফুল্লাহ বেলাল বলেন, তালের শাঁস প্রচুর পরিমানে খনিজ লবণ পানি ও আশঁ রয়েছে । গরমে শরীরের কার্ষক্রম স্বাভাবিক রাখতে তালের শাঁস খুবই উপকারি ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * তালের শাঁসের কদর * নড়াইলে গরমে বেড়েছে
সর্বশেষ সংবাদ