পিরোজপুরে এনজিও কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

 পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মুঞ্জুর হোসেন নামে এক এনজিও কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাজিরপুর থানার ওসি মো: হুমায়ুন কবির। পুলিশ এ ঘটনায় জড়িত নির্মল ঘরামী নামের এক ব্যাক্তিকে আটক করেছে।
গুরুতর আহত মুঞ্জুর হোসেন (২৮) পটুয়াখালী জেলার বাউফল এলাকার মো: আনোয়ার হোসেনের পুত্র এবং বেসরকারী উন্নয়ন সংস্থা “রিক” এর নাজিরপুর এলাকার মাঠ কর্মী।
আটক নির্মল ঘরামী (৪০)  জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায় মৃত কর্ণধর ঘরামীর পুত্র।
এনজিওটির নাজিরপুর শাখা ব্যবস্থাপক মো: সোহেল সর্দার জানান, মঞ্জুর হোসেন ওই এলাকায় ঋণের টাকা সংগ্রহ করে নাজিরপুর উপজেলা অফিসের দিকে ফিরছিলেন। এ সময় নারিকেল বাড়ি এলাকায় এলে নির্মল ঘরামী নামের এ ব্যাক্তি তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার সঙ্গে থাকা প্রায় ৯৬ হাজার টাকা, স্বর্ণের চেনসহ মোবাইলফোন ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় এবং তাকে মৃত ভেবে ফেলে রেখে যান। পরে স্থানীরা ও গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্তব্যরত চিকিৎসক ডা. দিপান্বিতা দেবনাথ জানান, তার হাতে, বুকে, মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে দাঁড়ালো অস্ত্রের অনেকগুলো জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, পুলিশ এ ঘটনায় জড়িত সন্ধেহে একজনকে আটক করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কুপিয়ে টাকা ছিনতাই * পিরোজপুরে এনজিও কর্মী * পিরোজপুরে এসবিএসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
সর্বশেষ সংবাদ