গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তবে পরিবার চাইলে কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে।
সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নুরের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন।
পরিচালক জানান, গত ২৯ আগস্ট আহত অবস্থায় নুরুল হক নুরকে হাসপাতালে আনা হলে প্রথমে জরুরি বিভাগে ভর্তি করা হয়, পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
তিনি আরও জানান, নুরের নাকে হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। কাশি বা হাঁচির কারণে সামান্য রক্ত আসতে পারে, তবে এটি গুরুতর কিছু নয়। নাকের হাড় ভাঙলেও গঠন পরিবর্তন হয়নি। এছাড়া ম্যাক্সিলায় একটি ফ্র্যাকচার রয়েছে, তবে সেটি ইনকমপ্লিট বা লিনিয়ার, ডিসপ্লেস হয়নি। এসব সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।