দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে কৃষি খামারের কেয়ারটেকারকে খুন করে ৭ টি গরু ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
উপজেলার শুকনাকুড়ি এলাকায় বুধবার দিবাগত রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জয়নাল উদ্দিন (৬৫)। তিনি কাকৈড়গড়া ইউনিয়নের পুকুরিয়া এলাকার বাসিন্দা। ওই খামারে তিনি গত আড়াই মাস যাবত কাজ করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,গভীর রাতের কোন এক সময় একদল দুর্বৃত্ত ওই খামারে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় তারা কেয়ারটেকার জয়নাল উদ্দিনকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে এবং খামারের ৭টি গরু লুট করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বরকত খান বলেন,সকালে খামারে এসে বদলী কেয়ারটেকার হেলাল উদ্দিন খামারের নিত্যদিনের কার্যক্রম দেখতে না পেয়ে ওই কেয়ারটেকারকে ডাক দেয়। তার সাড়াশব্দ না পেয়ে সেখানকার খড় রাখার ঘরের দরজা খুলতেই তাকে মুখবাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে।
স্থানীয় ইউপি সদস্য সেকুল আলম তালুকদার বলেন,জয়নাল উদ্দিন সহজ সরল মানুষ ছিলেন। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। তাকে এভাবে কেন খুন হতে হলো! এমন ঘটনায় আমরা আতঙ্কিত বোধ করছি। আমাদের নিরাপত্তা কোথায়?
নিহতের স্ত্রী জমিলা খাতুন বারবার বিলাপ করতে করতে বলেন,স্বামীর আয় দিয়ে আমাদের সংসার চলতো। এখন ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার কিভাবে চলবে? যারা আমার স্বামীকে এভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
খামার মালিক মাহাবুল হক বলেন,দুর্বৃত্তরা আমার বড় ধরণের ক্ষতি করেছে। আমার কেয়ারটেকারকে হত্যা করেছে। যারা এই অপরাধের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি আল ইমরানুল আলম বলেন,ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে। আমরা খুব দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।