পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
ইসলাম বিরোধী সংগঠন হিজবুত তাওহীদ কর্তৃক মহানবি (সা.) কে অবমাননা ও এলাকাবাসীর উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজারে হাজার জনতার উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল ওই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা।
তারা দুটি দাবি রেখে বলেন, আগামী ৪৮ঘণ্টার মধ্যে এলাকাবাসীর উপর অতর্কিতভাবে হামলাকারী হিজবুত তাওহীদ সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এর ব্যত্যয় ঘটলে আন্দোলন আরও জোরদার করা হবে। ইসলাম বিরোধী সংগঠন হিজবুত তাওহীদ নিষিদ্ধ করতে হবে।
এসময় উত্তেজিত জনতা বিভিন্ন শ্লোগান দেন। হিজবুত তাওহীদের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবি মুস্তফা। সবাই মোরা রসূল সেনা, ভয় করিনা বুলেট বোমা। এক, দুই, তিন, চার-হিজবুত তাওহীদ বাংলা ছাড়!
আব্দুল্লাহ আল সাঈদ শামীম বলেন, হিজবুত তাওহীদ ইসলামকে একটি নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে। কুরআন-হাদীসের অনেক কিছু তারা মানেনা।
মোক্তার হোসেন বলেন, হিজবুত তাওহীদ নামে একটি সংগঠন আমাদের ভাইদের উপর অতর্কিভাবে হামলা করে। তারা সবাই গুরুত্ব অসুস্থ হয়ে মেডিকেলে আছে। আমাদের দাবি তাদের নিষিদ্ধ ও ৪৮ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এছাড়াও নুরুল আমিন, আব্বাস আলী, মিজানুর রহমান সহ অনেকে জোরালো বক্তব্য রাখেন।
পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ ৩০০ জন অজ্ঞাত নামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় হিজবুত তাওহীদের ৫০ জন কর্মী একটি গোপন বৈঠক করছিলেন। বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ১৫ জন আহত হয়। যাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।