বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে সরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া বা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষুব্ধ সাধারণ জনগণ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে হাজার হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম সেপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সহ-সভাপতি মাহবুবুর মাহবুব, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলফারুক আব্দুল লতিফ, জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি আবু মো. সোয়েম, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহিম, নীলফামারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক নূর আলম, ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেহা ফেরদৌস সহ আরও অনেকে।
মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান,‘ স্থায়ী ক্যাম্পাস না থাকলেও এখানকার শিক্ষকদের পাঠদানে কোনো ঘাটতি নেই। আমাদের এখানে যে পরিক্ষাগুলো হয় বড় বড় মেডিকেল থেকে শিক্ষকরা এসে আমাদের স্টান্ড্যার্ড যাচাই করে। আমাদের এখানে যদি শিক্ষার মান না থাকতো তাহলে তারা আমাদের পাস করাতো না। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৪টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারী মেডিকেল কলেজ প্রথম স্থান অর্জন করে। যদি শিক্ষার মান নাই থাকতো তাহলে আমরা ২৪টা মেডিকেলের মধ্যে কখনই প্রথম হতে পারতাম না। শুধুমাত্র স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে আমাদের মানহীন অ্যাখ্যা দিয়ে নীলফামারী মেডিকেল কলেজ স্থানান্তরের যে ষড়যন্ত্র করা হচ্ছে এটি কখনও আমরা নীলফামারী মেডিকেলের শিক্ষার্থীরা ও নীলফামারীবাসী মেনে নিবো না।’
অন্যান্য বক্তারা জানান, ‘নীলফামারী মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র এ জেলার মানুষেরা মেনে নিবে না। এটি নীলফামারীবাসীর বহুদিনের স্বপ্ন, এবং এটি বন্ধ করে দেওয়া বা অন্য জেলায় স্থানান্তরের চেষ্টা করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অনতিবিলম্বে দ্রুত স্থায়ী ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করতে হবে। আগামী ৯ মার্চ দেশের নতুন ৬টি মেডিকেল কলেজের সমস্যা-সম্ভাবনা চিহিৃতকরণ ও সমাধান বিষয়ক সভায় নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ বা অন্য জেলায় স্থানান্তর নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে নীলফামারী জেলা অচল করে দেওয়া হবে।’
এছাড়াও অতিদ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের জমিতে মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ শুরু ও বর্তমান ক্যাম্পাসের সার্বিক অবস্থা যাচাই এবং উন্নয়নের জন্য বিশেষজ্ঞ দল কর্তৃক সরেজমিনে পরিদর্শন করার দাবি জানান মেডিকেলের শিক্ষার্থীর। মানববন্ধন কর্মসূচি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।