সত্যজিৎ দাস:
জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন নির্বাচনে সিলেট বিভাগীয় পরিচালক হলেন মো. ফখরুল ইসলাম।
জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সিলেট বিভাগীয় পরিচালক পদে বিজয়ী হয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
শনিবার (১ মার্চ) ঢাকার দিলকুশা এলাকায় সমবায় ফেডারেশনের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন হবিগঞ্জের আব্দুল ওয়াহেদ আঞ্জব (প্রতীক: কুঁড়েঘর)। এদিকে জনাব ফখরুল ইসলামের বর্তমান দায়িত্ব: মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার সদর ইউসিসিএ লি. এর বর্তমান সভাপতি।
জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন সারাদেশে ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করে। এই নির্বাচনে সিলেট বিভাগ (৮নং ব্লক) থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. ফখরুল ইসলাম এবং আব্দুল ওয়াহেদ আঞ্জব।
এই জয় সিলেট বিভাগের সমবায় খাতে উন্নয়নের নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম সমবায় খাতে নতুন দৃষ্টিভঙ্গি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই নির্বাচনের মাধ্যমে জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হলো।