হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি:
সাকসেস স্কুল এন্ড কলেজের পবিত্র কুরআন শরীফ ছবক, মাসিক মেধা মূল্যায়ণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রংপুরের পূর্ব গণেশপুর প্রতিষ্ঠান হলরুমে আয়োজিত পর্বগুলো অনুষ্ঠিত হয়।
সাকসেস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শ্রাবণী বেগমের সঞ্চালনায় ও সভাপতি শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান নেতা। প্রধান আলোচক ছিলেন সাকসেস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ আজহারুল ইসলাম। কুরআন ছবক প্রদান করান দারুল ফাতাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সোনারতরী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম আতিক, দারুল ফাতাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসার চেয়ারম্যান হযরত আলী, ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, মরিয়ম নেছা আস-সালাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মহির আলী সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পরে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ২০২৫ সালের এসএসসি বিদায়ী পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।