মো. ইলিয়াস সানি :
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি২-এর আওতাধীন তিনটি ক্লাবের ২০২৫-২০২৬ সেবা বর্ষের জন্য নবনির্বাচিত সভাপতিদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর গুলশানের সেলিব্রিটি কনভেনশন হলে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহাদাত হোসেন, পিএমজেএফ নবনির্বাচিত সভাপতিদের নাম ঘোষণা করেন এবং তাদের হাতে ক্লাব পরিচালনার দায়িত্ব তুলে দেন।
নবনির্বাচিত সভাপতিরা হলেন:
- লায়ন বিধান চন্দ্র দে – সভাপতি, ঢাকা তুরাগ লায়ন্স ক্লাব
- লিও মো. সালাউদ্দিন শান্ত – সভাপতি, ঢাকা পূর্বাচল লিও ক্লাব
- লিও সাইমুন ইসলাম – সভাপতি, ঢাকা পূর্বাচল রাইজিং স্টার লিও ক্লাব
অনুষ্ঠানে বক্তারা বলেন, “নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবসমূহ সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা পালন করবে। এই নেতারা তরুণদের উৎসাহিত করবে নৈতিকতা, নেতৃত্ব ও মানবিকতাভিত্তিক কাজের পথে এগিয়ে যেতে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য, সাবেক সভাপতি, সমাজসেবী ও বিভিন্ন পেশাজীবীরা। নবনির্বাচিত সভাপতি ও সংশ্লিষ্ট সদস্যদের প্রতি জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।