মাসুম মিয়া,জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রবিবার (৯ই ফেব্রুয়ারী ২০২৫) উপাচার্য ড.জাহাঙ্গীর আলম এর অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.মো: মিজানুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ৪৩ (৪) ধারা অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়া নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের ১৬.০১.২০২৫ তারিখে অনুষ্ঠিত ৮৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট সকলকে উক্ত আইন মেনে দলীয় লেজুড়ভিত্তিক রাজনীতি পরিহার করে চলার জন্য বলা হয়েছে।
![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/1000004056.jpg)
৫ই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে। এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা দাবি তুলে দলীয় পাওয়ার কাটিয়ে অনেকেই সুবিধা নিয়েছে,অনেকেই ভিন্ন মতাদর্শের হওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছে। অনেকের প্রমোশন আটকিয়ে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ পদগুলোতে সরকার দলীয় লোকদের পদায়ন করা হতো।
তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৮৭ তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।