কামরুল হাসান কাজল ,হবিগঞ্জ প্রতিনিধিঃ
অপারেশন ডেভিট হান্ট’-এর অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২) ও লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল (৫২) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শনিবার মধ্যরাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওবায়দুল কাদের হেলাল (৫২) উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামের কাজী রাজ্জাক মিয়ার পুত্র। সে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, গোপন সংবাদের খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে হেলালকে আটক করা হয়। ৪ আগস্ট হবিগঞ্জের তিনকোণা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় বানিয়াচংয়ের সুবিদপুর ইউনিয়নের আলমপুরের মুশাহিদ মামলা করেন।
অপর দিকে, গত শনিবার গভীর রাতে লাখাই বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলকে গ্রেফতার করা হয়।তিনি লাখাই উপজেলার কাটিয়ারা গ্রামের আব্দুল মান্নান এর পুত্র। এছাড়াও একই সময়ে হবিগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা থেকে হবিগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের ব্যক্তিগত সহকারী (পিএ) জামাল হোসেনকে আটক করা হয়েছে।শহরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দেড়শ’ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জামালকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ প্রেরণকারীঃ
কামরুল হাসান কাজল
হবিগঞ্জ