মীর ইমরান – ষ্টাফ রিপোর্টার মাদারীপুর।
মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল কামাল নুরউদ্দিন মোল্লা।
বুধবার (১২ই ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শিবচর উপজেলার ভান্ডারী কান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে। অংশগ্রহণ করেন কামাল জামাল নুরউদ্দিন মোল্লা (আহ্বায়ক শিবচর উপজেলা বিএনপি),
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চান মিয়া মাদবর(সদস্য শিবচর উপজেলা আহবায়ক কমিটি)
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান হোসেন (সাজু )মোল্লা, শহীদুল ইসলাম শহীদ চেয়ারম্যান( যুগ্ন আহবায়ক) শিবচর উপজেলা বিএনপি) আজমুল হুদা সেলিম খান (যুগ্ন আহবায়ক শিবচর উপজেলা বিএনপি), মোঃ মাহবুবুর মাদবর ( যুগ্ম আহ্বায়ক শিবচর উপজেলা বিএনপি),শাহাদাত হোসেন খান (সাবেক কমিশনার ), মোঃ তাইজুল ইসলাম তাজ মোল্লা-শিবচর বিএনপি নেতা, মোঃ জসিম উদ্দিন জসিম মৃধা- শিবচর যুবদলের নেতা,মোঃ ইউনুছ গোমস্তা ( শিবচর পৌর বিএনপির নেতা),মোঃ শাহিন গোমস্তা,শিবচর পৌর যুবদলের নেতা,ভান্ডারী কান্দি বিএনপি নেতা শহিদুল ইসলাম শহীদ,ও শিবচর পৌর ছাত্র দলের আহ্বায়ক সৈয়দ হাসান সিহাবসহ আরো উপস্থিত ছিলেন শিবচরের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এর আগে জনসভায় যাওয়ার পথে উমেদপুর ইউনিয়নের চাঁন্দেরচর বাজারে বিএনপির ইউনিয়ন নেতা মোঃ ফারুক হোসেন হাওলাদার,উপজেলা যুবদলের নেতা মোঃ পারভেজ মোল্লার, আয়োজনে উমেদপুর ইউনিয়ন বিএনপি ক্লাব উদ্ধোধন করেন ফুলের শুভেচ্ছায় মুগ্ধ হয়।,এর পর ভদ্রাসন ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর সরদার ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির নেতা কামাল জামান নূরউদ্দিন মোল্লাকে, কান্ডারী কান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীদের আয়োজনে, জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সভা অনুষ্ঠিত মাঠ প্রাঙ্গন,
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান নুরুউদ্দিন মোল্লা বলেন শিবচরে রাজনৈতিক করার ইচ্ছা ছিল না কিন্তু চোর নয় ডাকাত লিটন চৌধুরীকে দমাতে শিবচর বাসীকে নিরাপদ রাখতে আমার শিবচরে রাজনৈতিক করার সিদ্ধান্ত। সাবেক এমপি লিটন চৌধুরী বিগত পর্নোর টি বছর আমার বাড়িতে আসতে দেয়নি আমাকে ,নানা ভাবে আমাকে হুমকি দিয়ে আসছিল আমি যেন শিবচরে বিএনপি রাজনৈতিক না করি , আমার ব্যবসা-বাণিজ্য সব বন্ধ করে দিয়েছিল। তারপরও আমি বিএনপি ও শিবচরের মানুষের জন্য সবকিছু তোয়াক্কা না করে জাতীয়তাবাদী দলকে ভালোবেসে টিকে আছি ।
আগামীতে যদি শিবচরে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে। লিটন চৌধুরী ও তার দোসরা। তাহলে লিটন চৌধুরীর বাড়ি একটি ইটও রাখবে না শিবচরবাসী। শুধু তাই নয় লিটন চৌধুরী তার বাড়ির একটি বালুর কনাও খুঁজে পাবে না যদি কোন ষড়যন্ত্র করে তার দোষীদের দিয়ে। তাই হুশিয়ার করে বলতে চাই শিবচরে মানুষ শান্ত আছে তাদের শান্ত থাকতে দিন।
বিগত দিনের শিবচর থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে লিটন চৌধুরী, শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বাড়ি তৈরি ও টাকা পাচার করেছে লিটন ও তার ভাই নিক্সন চৌধুরী এরা চোর নয় ডাকাত দেশের টাকা পাচার করে বাংলাদেশের ব্যাংক গুলোকে নিঃস্ব করে দিয়েছে এই ডাকাত দল আওয়ামী লীগ, শেখ হাসিনার গুন্ডা বাহিনী যেখানে যেখানে আছে তাদেরকে ধরিয়ে দিবেন প্রসাশনের কাছে,আগামীতে বাংলাদেশে কোন অস্তিত্ব রাখা হবে না আওয়ামী লীগের।
ভারত হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বড় বিপদ ডেকে এনেছে, গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে ভারত সরকার এই শেখ হাসিনাকে মদত দিয়ে দু’দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে এতে বাংলাদেশের কোন ক্ষতি হয়নি, ভারতের বড় ক্ষতি হয়েছে, এখন ভারতের রাস্তাঘাট ফাঁকা হোটেল ব্যবসা-বাণিজ্যে সব বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশীরা ভারতে না গেলে ভারত চলে না এমন মন্তব্য করেছেন বিএনপির নেতার নুরুউদ্দিন মোল্লা, ৫ ই আগস্ট ছাত্র-জনতার শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করেন, এরপর কান্ডারী কান্দি ইউনিয়নের শহীদ নাঈমুল রহমান সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন,যা অতি দ্রুত কার্যক্রম শুরু হবে বলেও জানান।