সত্যজিৎ দাস ( মৌলভীবাজার প্রতিনিধি ):
মৌলভীবাজারের বড়লেখায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নিহত যুবদল নেতা নোমান হোসেনের পরিবারের খোঁজখবর নিয়েছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে নোমানের কবর জিয়ারত করেন এবং পরে তার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এ সময় তিনি নোমানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
সাজুর সঙ্গে উপস্থিত ছিলেন; বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, সাবেক উপদেষ্টা আতিকুর রহমান আতিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব সহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রসঙ্গত,গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বাড্ডা বাজারে পাওনা ২০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবদল নেতা নোমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
এই ঘটনায় নিহত নোমানের বাবা লেচু মিয়া গত ২০ জানুয়ারি বাদী হয়ে মারজান আহমদ,রায়হান আহমদ রেহান,আবেদ আহমদ,নাঈম আহমদ ও জাকির আহমদসহ কয়েকজনকে আসামি করে বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে প্রধান দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
নোমানের পরিবার ও বিএনপি নেতারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কাতার বিএনপি নেতা শরিফুল হক সাজু বলেন,“এটি নির্মম হত্যাকাণ্ড। আমরা চাই দোষীরা দ্রুত আইনের আওতায় আসুক এবং ন্যায়বিচার নিশ্চিত হোক।”
এ হত্যাকাণ্ড নিয়ে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে,তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।