চট্টগ্রাম প্রতিনিধি::
চট্টগ্রাম নগরীর ১৬ থানায় অভিযান চালিয়ে আরও ১৯ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, মো. মাইদুল ইসলাম (৩৫), মো. জাহিদুল ইসলাম প্রকাশ রনি (১৯), শহিদুল আলম (২৭), শামছু আলম (৩০), জাহাঙ্গীর আলম (৪৫), প্রিয়তোষ চৌধুরী (৬২), ইমামুল হক (২৮), মো. পাভেল (৩০), মো. মনিরুজ্জামান রিয়াদ (৩৯), মো. সুমন (২৯), মো. তামজিদ হোসেন (২১), মো. নাঈম গাজী (২১), মো. কচির উদ্দিন লিটন (৩৮), ইশতিয়াক ওয়াসিফ (২৫), রাসেল আহামদ (৩৮), মো. জুয়েল (৩০), মো. ইসমাইল হোসেন (৩৬), মোহাম্মদ ইদ্রিস (৩৬) ও হাজী মো. ইব্রাহিম শরিফ (৪৯)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রেখা আলম চৌধুরী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী। নগরীর এনায়েতবাজার, পূর্ব মাদারবাড়ি ও পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড নিয়ে গঠিত চসিকের সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ড থেকে দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া তিনি চসিকের ভারপ্রাপ্ত মেয়র এবং প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছিলেন।
ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানা এলাকায় তার নিজ বাসা থেকে আটক করা হয় রেখা আলমকে। তাকে শনিবার সকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।