সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয় এ কর্মী সম্মেলন। বিকাল চার পর্যন্ত চলা এ সম্মেলনে জেলার ১৩টি উপজেলা থেকে কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে সদস্য অর্ন্তভূক্তি ফরম বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন এর সঞ্চালনা ও সভাপতি মারুফ আল মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লিটন এ আর খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জুলকার নাইন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ, ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ ওসামা।