সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবন ও শোবিজ নিয়ে সক্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া শনিবার (৬ সেপ্টেম্বর) তার রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন।
ফারিয়া তার পোস্টে লিখেছেন, “বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না।”
তিনি আরও জানান, তিনি কোনো রাজনৈতিক চরিত্র নন। ফারিয়ার কথায়, “আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার ‘মঞ্চ’ না। ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর, আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতিতে পড়ে।”
ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের পর যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, সে প্রসঙ্গেও উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, “জীবনে কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেগুলোর জন্য নিজে কোনোভাবেই দায়ী নই। কিছু ঘটনা শুধু বিব্রতকর না, বিরক্তিকরও বটে, বিশেষ করে জোর করে আমাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা।”
অভিনেত্রী বলেন, অভিনয় এবং চাকরি একসঙ্গে করার মাধ্যমে তিনি অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা এড়িয়ে চলছেন। ফারিয়ার কথায়, “আমি এখন ব্যক্তিগতভাবে খুব কঠিন ও সংকটপূর্ণ একটা সময় পার করছি।”