বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শাখার আয়োজনে ইয়াতিম শিক্ষার্থীদের সাথে রোববার শেরপুর পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে বিভিন্ন মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের ইয়াতিম শিক্ষার্থী ও অনাথ শিশুদেরকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এসময় জামায়াতে ইসলামী পৌর শাখার আমির মাওলানা নূরুল আমিনের সভাপতিত্বে সদর উপজেলা সেক্রেটারি মাওলানা সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী শেরপুর জেলার আমির মাওলানা হাফিজুর রহমান এবং (নালিতাবাড়ী- নকলা)-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা গোলাম কিবরিয়া সহ জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও মাদরাসা শিক্ষকবৃন্দ।
দোয়া মাহফিল শেষে প্রায় দুই শতাধিক ইয়াতিম শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
লাল মোঃ শাহজাহান কিবরিয়া
শেরপুর