উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলা ৭ নং বামরাইল ইউনিয়নের নব নিযুক্ত ইউনিয়ন পরিষদ প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি সকাল দশটায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এক মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নব নিযুক্ত প্রশাসককে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা গোলাম মোস্তফা আকাশের পরিষদের আঙিনায় উৎপাদিত সবজি দিয়ে ব্যতিক্রমধর্মি তোড়া দিয়ে বরণ করেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম মহিউদ্দিন, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন জুগলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহীন, ইউনিয়ন জমায়েত ইসলামের আমীর মোহাম্মদ ওমর ফারুক, ইউনিয়ন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আঃ রহিম সরদার, হস্থিসুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও পূর্ব ধামসর রূপায়ন সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও প্রমুখ।
সভা শেষে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত প্রশাসক ইউনিয়নের ধামসর ও মুগাকাঠী খালের উপর একটি নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেন।
একই সাথে তিনি বামরাইল – উজিরপুর সড়কের রুপায়ন সংস্কৃতি সংঘ হইতে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তা পরিদর্শন করেন।তিনি এ সময় সানুহার মাধ্যমিক বিদ্যালয়ের সানুয়ার- ধামুরা সড়কর সংলগ্ন খালের উপর বিধ্বস্ত ঝুঁকিপূর্ণ সেতু পরিদর্শন করেন এবং জন গুরুত্বপূর্ণ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
মোঃ মাহফুজুর রহমান মাসুম
উজিরপুর বরিশাল প্রতিবেদক