কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ, রবিবার কাপাসিয়া বাজারের ভূইয়া মার্কেটে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর – ৪ কাপাসিয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, ইমতিয়াজ হোসেন বকুল, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন কামাল, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন প্রমূখ। মাওলানা আ ন ম শামসুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে সালাউদ্দিন আইউবী’র পক্ষ থেকে সাংবাদিকদেরকে ডায়েরি ও বই উপহার হিসেবে দেয়া হয়।