আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র সিরাতুন্নবী (স.) উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগামী ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিরাতুন্নবী (স.) উদযাপন কমিটি ২০২৫-এর আহ্বায়ক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ক্বেরাতুল কুরআন, হামদ/নাত, আযান, ইসলামিক কুইজ ও উপস্থিত বক্তৃতা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্বেরাতুল কুরআন, হামদ/নাত ও উপস্থিত বক্তৃতার আয়োজন রাখা হয়েছে।
উপস্থিত বক্তৃতার বিষয়সমূহের মধ্যে রয়েছে ইসলামি শিক্ষার গুরুত্ব, পর্দার হুকুম ও নারীদের মর্যাদা, যাকাতের গুরুত্ব, নামায ও চারিত্রিক সংশোধন, ইসলামে সন্ত্রাসবাদের অগ্রহণযোগ্যতা, মহানবী (স.)-এর বিদায় হজ্জের ভাষণ, ইসলাম শান্তির ধর্ম এবং আল-কুরআনের মাহাত্ম্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের আগামী ১২ ফেব্রুয়ারির (বুধবার) মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে।