চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিনিধি রাঙ্গামাটি :
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ এর সনাতনী হিন্দুধর্মলম্বীদের সূর্য ব্রত মেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ভোর সূর্য ওঠার সাথে সাথে নানা পূজার মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সূর্যব্রত উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী ও সনাতন ধর্মলম্বী সন্ন্যাসী সূর্য ব্রত মেলা কমিটি নেতৃবৃন্দ।
সূর্যব্রত মেলা হিন্দু ধর্মাবলম্বীদের সূর্য দেবতাকে বিভিন্ন ফল ফ্রুট লতাপাতা মোমবাতি আগরবাতি প্রজ্জলনের দিয়ে পূজা করা হয়। প্রতিবছরের ন্যায় এ মাঘ মাসে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা সূর্যব্রত মেলা পালন করে থাকে। সূর্যব্রত মেলাতে বান্দরবান রাঙ্গামাটি ও রাজস্থলী উপজেলাতে হতে বিভিন্ন শ্রেণী পেশাজীবী পাহাড়ি বাঙালি ছোট বড় মেলাতে সমাগম সমাগম হিসাবে মিলনমেলা দেখা যায়। মেলাতে বিভিন্ন দোকান সরে জমিনে দেখা যায় যেমন কামার দোকান মিষ্টি দোকান চটপটি দোকান কাঁচা শাকসবজি মাছের দোকান পাহাড়িদের বিভিন্ন বিনি চালের বাঁশের তৈরি পিঠা পিতা সহ ঐতিহ্য খাবার মুডিং বিক্রি করতে দেখা গেছে, ক্রেতা বিক্রেতা হাজার সমাগম ক্রয় করতে দেখা যায়। আনন্দ বিনোদ এর জন্য দোলনা চড়তে শিশু ছোট বড় ভিড় জমায়। হিন্দু ধর্মাবলম্বীদের সূর্যমেলা শান্তিপূর্ণ সুশৃংখলার পরিবেশে আইনশৃঙ্খলার পুলিশ বাহিনী সহ স্থানীয় প্রশাসন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সার্ভিস সহযোগিতা করা হয়েছে। এই সূর্য মেলা সকাল আটটা হতে বিকাল ৫ টা পর্যন্ত মেলা ছোট বড় নারীসহ আসার সমাগম পাঁচটা পর্যন্ত মেলা দর্শনার্থী মানুষের হাজার ঢল নামে। চট্টগ্রাম থেকে আগত নাম প্রকাশ অনিচ্ছুক চটপটি ব্যবসায়ী জানান,আজকের সূর্যপথে মেলাতে অনেক বেচাকিনা লাভবান হয়েছে। দুর্গম পাহাড় হতে আসা পাহাড়ি পিঠা বিক্রেতা নারী জানান, আমি প্রতিবছর এই সূর্যব্রত মেলাতে পাহাড়িদের বিভিন্ন পিঠা বিক্রি করি ও যথেষ্ট লাভবান হয়ে থাকে। সূর্যব্রত মেলা হচ্ছে হিন্দু ধর্মলম্বীদের সূর্য দেবতাকে পূজা করে থাকে বলে হিন্দু সন্ন্যাসী গণমাধ্যমকে জানান। এই সূর্যব্রত মেলা হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র মেলার হিসেবে সুপরিচিত।
পূজা কমিটি সভাপতি বিশ্বনাথ চৌধুরীনজানান, আজকের সূর্যব্রত মেলা হিন্দু ধর্মলম্বীদের সূর্য দেবতাকে পূজা করে থাকি এবং শান্তি শৃঙ্খলা পরিবেশে পুলিশ প্রশাসন ও তানিয়া উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সূর্য রথ মেলা শেষ করতে পেরেছি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতেও সনাতনী সনাতন হিন্দুধর্মলম্বীরা সকলে সার্বিক সহযোগিতা পেলে আবারো এই সূর্য বেলা সূর্য দেবতা মেলা অনুষ্ঠিত করতে পারব।