সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের উরস শরীফের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারী শনিবার থেকে দরবার শরীফে ৪ দিন ব্যাপী উরস শরীফ শুরু হতে যাচ্ছে।
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলী শাহসুফী হযরত মাওলানা মুহাম্মাদ হাসমতউল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেবের ৪ দিনব্যাপী উরসের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ ফজর পতাকা উত্তোলন ও শুক্রবার (১৪ফেব্রুয়ারী) জুম্মার নামাজের পর খাজাবাবা ফরিদুপুরীর মাজার জিয়ারত শেষে উরসের মুল আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানান দরবার শরীফের সমম্বয়কারী এম,এম,শহীদুল ইসলাম শাহিন।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান আশেকান ও ভক্তবৃন্দরা দরবার শরীফে আসতে শুরু করেছে। অন্যান্য ধর্মালম্বীদের জন্য আলাদা ব্যাবস্থা করা হয়েছে। দরবার শরীফের জাকেরানদের থাকার জন্য সামিয়ানা, প্যান্ডেল,লাইটিং,খাবার মাঠ,পয়ঃনিস্কাশন ব্যাবস্থা, মহিলাদের আলাদা থাকার ব্যাবস্থা, জরুরী চিকিৎসা সেবা, গাড়ী পার্কিংয়ের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে।
আইটি বিভাগের কামরুল জানান দরবার শরীফের এলাকায় প্রায় ২০০ শতাধিক সি,সি,ক্যামেরা,আর্চওয়ে টাওয়ার স্থাপন করা হয়েছে। ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও সদরপুর থানা পুলিশের পাশাপাশি ফরিদপুর জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
প্রতিদিন ফরজ সুন্নত নফল ইবাদতের সাথে তরিকতের ওজিফা কালাম, জিকির আসকারে মশগুল থাকবেন জাকেরানরা। মংগলবার ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে উরস শরীফ।
উল্লেখ্য বাংলা ১৩৫৪ সালে খাজাবাবাফরিদপুরী( কুঃছেঃ আঃ)ছাহেব প্রথম উরস শরীফ শুরু করেন, সেই থেকে প্রতিবছর বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বাৎসরিক উরস শরীফ উদযাপিত হয়ে আসছে৷ দরবার শরীফের কর্তৃপক্ষ ধারনা করছেন ৪ দিনব্যাপী উরস শরীফে এবছর ৩০/৪০ লক্ষ লোকের সমাগম ঘটবে। আগামী মংগলবার বাদ ফজর বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাবেবের মাজার জিয়ারত শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে মহা পবিত্র উরস শরীফ।
সোবাহান সৈকত
সদরপুর, প্রতিনিধি