জয়পুরহাট প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোটকে ‘না’ জানানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও তাত্ক্ষণিক সমাবেশ করেছে জয়পুরহাট-২ আসনের বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার দুপুরে আক্কেলপুর উপজেলার গুপিনাথপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কার আন্দোলনের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মো. আব্বাস আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, এবং সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ফজলে কাদের সোহেল।
সমাবেশে সাবেক ছাত্রনেতা আব্বাস আলী বলেন, কিছু দল পেয়ারের নামে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। আমরা দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা-হামলা, গুম-খুন ও কারাবরণের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার পথ তৈরি করেছি। এখন সেই অর্জনকে নস্যাৎ করতে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রানী হাসিনা ক্ষমতার লোভে পড়ে ‘হ্যাঁ ভোট’-এর নাটক সাজাচ্ছেন। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই ষড়যন্ত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
সাবেক সেচ্ছাসেবক দল নেতা মাসুদুর রহমান মাসুদ বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নই সেই পরিবর্তনের পথ দেখাবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের ফাঁদে ফেলে গণতন্ত্র হত্যা করতে দেওয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মস্ত,সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
								
								
															 
			 
			






