বরিশাল প্রতিনিধি
বাকেরগঞ্জে দুধল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।১২/২/২০২ ৫ ইং বুধবার সকাল ৯ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন।
দুধল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোঃ খালেকুজ্জামান বাহাদুরের সঞ্চালনায় ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর মোঃ শাহিন হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার সেকেন্ড অফিসার মোঃ তোফাজ্জেল হোসেন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, দুধল ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক রেজাউল করিম মানিক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ দুলাল সরদার, ঢাকাস্থ দুধল ইউনিয়ন জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ রাজ্জাক খান, সমাজসেবক ও শিক্ষানুরাগী কেএম গোলাম মোস্তফা শিপন খান, মোঃ কবির আহমেদ মাতুব্বর, এস আই মোঃ নেছার উদ্দিন জুয়েল, দুধল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মাসুদ খান, ইউপি সদস্য মোঃ মনির হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী গাজী ছিদ্দিকুর রহমান মনির, সাবেক ছাত্রনেতা মোঃ এনায়েত হোসেন হাওলাদার, এটিএসআই জহিরুল ইসলাম কেনান সিকদার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পিএটু রেজিস্টার মাজহারুল ইসলাম সোহেল, সমাজসেবক ও শিক্ষানুরাগী গাজী রেজাউল করিম হেলাল, ইঞ্জিনিয়ার মোঃ নাইমুল হাসান জুয়েল, চার্টার্ড একাউন্টস মোঃ সাইদুজ্জামান তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম শুভ, এনআরবিসি ব্যাংক কর্মকর্তা চন্দন হাওলাদার, দুধল ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন খান রিপন, অধ্যাপক মাইনুল ইসলাম মনির, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাকির সুমন সিকদার, বরিশাল শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী মোঃ সিরাজুল হক খান, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জহিরুল ইসলাম সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, দড়ি লাফ, বালিশ নিক্ষেপ, গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধ, আধুনিক গাণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
মোঃ জাহিদুল ইসলাম
বরিশাল প্রতিনিধি