জেলা প্রতিনিধি, কুমিল্লা।।
কুমিল্লার চাঞ্চল্যকর এডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার এজহারনামীয় আসামী গোলাম মহিউদ্দিন সুমন প্রকাশ্যে লাকড়ী সুমনকে দেবিদ্বার উপজেলা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম এর তত্ত্বাবধায়নে অভিযান চালিয়ে আসামিকে দেবিদ্বার থেকে গ্রেপ্তার করে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বুধবার( ৫ মার্চ) রাতে কুমিল্লা কোতওয়ালি মডেল থানায় ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার এজহার নামীয় আসামী গোলাম মহিউদ্দিন সুমন প্রকাশ্যে লাকড়ী সুমনকে দেবিদ্বার উপজেলা পলাতক ছিল ওখান থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে একাধিক মামলা আছে বলে তথ্যসূত্রে জানা যায়।
উল্লেখ্য এডভোকেট আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হয়ে গত বছরের ১৫ ই আগস্ট মারা যান।
ক্যাপশন : আসামী গোলাম মহিউদ্দিন সুমন প্রকাশ্যে লাকড়ী সুমন
সাকলাইন যোবায়ের কুমিল্লা