বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
সন্ত্রাস দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে দই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি রাতে উপজেলার ডুমাইন ও কামারখালী ইউনিয়নে অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত বজলুর রহমান মোল্লার ছেলে ও ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকির আহম্মেদ টোকন (৫৮) ও কামারখালী ইউনিয়নের কামারখালী গ্রামের খন্দকার ওমর ফারুক এর ছেলে কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আশেক মোঃ তারেক ওরফে শান্ত (৪৫) তারা ছাত্র-জনতার উপর হামলার মামলায় আসামী। মামলা নং ০৪ তারিখ ৮ অক্টোবর ২০২৪। ১১ ফেব্রুয়ারি সকালে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে মধুখালী থানা অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন, তাদেরকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করে ৫আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার নেতাদের উপর হামলার একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বিধান মন্ডল
ফরিদপুর প্রতিনিধি