হাবিবুর রহমান, রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সাফল্য অর্জন করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:
১. আব্দুল মোন্নাফ (৩৪), পিতা: মৃত আব্দুল জলিল, ঠিকানা: সাতভিটা, ইটাকুমারী ইউনিয়ন, পীরগাছা।
২. হাসেম আলী (৩৫), পিতা: ইসমাঈল হোসেন, একই ইউনিয়নের বাসিন্দা।
৩. মামুন মিয়া (৩০), পিতা: মৃত মোহাম্মদ আলী, ঠিকানা: দশ লিয়া, সাদুল্লাপুর, গাইবান্ধা।
৪. বাদশা মিয়া (৩০), পিতা: ওসমান গনি, ঠিকানা: পশ্চিম মান্দুয়ার পাড়া, গাইবান্ধা।
৫. শহিদুল ইসলাম (৩০), পিতা: মৃত আবুল হোসেন, ঠিকানা: দক্ষিণ মান্দুয়ার পাড়া, গাইবান্ধা।
অভিযোগ ও তদন্ত:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও চোরাই বাইক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশের বক্তব্য:
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান,
“এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন,
“পূর্বে উদ্ধারকৃত ২টি মোটরসাইকেলসহ বর্তমানে মোট ৫টি মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় যোগাযোগের জন্য বলা হচ্ছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত চক্রটির অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।