ঢাকা, বাংলাদেশ – দেশের ৫৬০টি মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এই প্রকল্পের ব্যয় এক বিলিয়ন ডলার, তবে এতে সৌদি আরবের কোন তহবিল ছিল না, যা পূর্বে শোনা গিয়েছিল। প্রধান উপদেষ্টা শফিকুল আলমের প্রেস সচিব বৃহস্পতিবার (১৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি জানান, প্রতিটি মসজিদ নির্মাণে ১৭ থেকে ১৮ কোটি টাকা খরচ করা হয়েছে, যা সঠিক না হলে মাত্র ৭ থেকে ৮ কোটি টাকায় নির্মাণ সম্ভব ছিল। এই প্রকল্পের মধ্যে অনেক অনিয়ম হয়েছে, এবং বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। শফিকুল আলম আরও বলেন, “ধর্ম মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। কেবিনেট মিটিংয়ে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।”
প্রেস সচিব তার বক্তব্যে আরও জানান, যেসব কোম্পানি বাংলাদেশ সরকারের কাছে পাওনা ছিল, সেগুলোর পর্যালোচনা করা হয়েছে এবং খুব দ্রুত সেই পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু হবে।
এছাড়া তিনি উল্লেখ করেন, গ্রীষ্মকালে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করা হয়, তবে শীতকালে নেপালের বিদ্যুৎ চাহিদা বাড়ে এবং তখন বাংলাদেশে অতিরিক্ত বিদ্যুৎ পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।
চট্টগ্রামে বর্ষাকালে জলাবদ্ধতা সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে প্রেস সচিব বলেন, “চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে কেবিনেটে আলোচনা হয়েছে এবং এই সমস্যা সমাধানে যেসব প্রকল্প নেওয়া হয়েছে তা সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে। আশা করা হচ্ছে, আগামী বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা অনেকটা কমে যাবে।”
এইসব বিষয় নিয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানা গেছে।