মোহাম্মদ মাসুদ মজুমদার:
কুমিল্লা কবি পরিষদের উদ্যোগে ব্রাহ্মণপাড়া উপজেলায় নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজ ৯ জুলাই বুধবার সকাল ৯:৩০ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, আর মজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা- আজিজ সরকার খোকন, উপদেষ্টা- জহিরুল ইসলাম সরকার, পরিচালক- মোঃ নাসির উদ্দীন, পরিচালক- সজিব সরকার, পরিচালক- আজাদ খান, পরিচালক- আনোয়ার হোসেন, সাহেবাবাদ ডিগ্রী কলেজ এর সাবেক সভাপতি( ছাত্রদল) মোঃ মহসিন কামাল, শিক্ষক- মোঃ রাসেল সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক এবং এলাকার সুশীল সমাজের লোকজন। মানববন্ধন শেষে র্যালি উপজেলা প্রদক্ষিন করা হয়।
মানববন্ধন ও র্যালি করে ব্রাহ্মণপাড়া উপজেলা UNO বরাবর কুমিল্লা কবি পরিষদের পক্ষ থেকে ০৭(সাত) দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।।