সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও মানবিক দায়িত্ববোধ থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার নদীভাঙন কবলিত নিমদী এলাকায় ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ২টায় তেতুলিয়া নদীর তীরবর্তী দুর্গম এলাকায় ট্রলারযোগে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন ও শুকনো খাবার দেওয়া হয়।
খাদ্য বিতরণ কার্যক্রমটি বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষে পরিচালনা করেন বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির দফতর সম্পাদক মোঃ আবুল বসার, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান মল্লিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, ইমাম হোসেন প্রমুখ।
নদীভাঙন কবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।