হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে ১টি চোরাই ১২৫ সিসি ডিসকাভার মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
গতকাল (১২ আগস্ট) মঙ্গলবার পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রাতভর অভিযান চালিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামন হইতে মোটর সাইকেল চুরি করার চেষ্টাকালে তাকে গ্রেফতার করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার এলাকা থেকে একটি ডিসকাভার মোটরসাইকেল চুরি হয়। এঘটনায় তাৎক্ষনিক ভাবে পীরগাছা থানায় একটি অভিযোগ করা হয়। এরপর পীরগাছা থানা পুলিশ চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ চোরকে গ্রেফতারের জন্য নানা কৌশল অবলম্বন করে।
পরে পীরগাছা থানা পুলিশের এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে একটি চৌকস দল চোর চক্রের সাথে জড়িত থাকায় ৩৯ টি মামলার আসামী কালাম মিয়া কে গ্রেফতার করে।
তার দেয়া তথ্যের ভিক্তিতে ওই রাতেই ঘটনার সাথে জড়িত থাকায় পলাতক আসামী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা এলাকার আফজালুল হকের ছেলে আশরাফুল আলম(৪৮)এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা চালায় পীরগাছা থানা পুলিশ। পরে আশরাফুল আলম (৪৮) পলাতক থাকায় তাহার বসতবাড়ীর ভিতরে প্রবেশের ডান পার্শ্বের কক্ষ হইতে বহু চোরাইকৃত মোটর সাইকেলের রং পরিবর্তন, পরিবর্ধন, ষ্টীকার ও মোটর সাইকেলের লকসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয় থানা পুলিশ।
আটককৃত ব্যাক্তি গাইবান্ধা জেলার ল্যাংগা বাজার(দুলার ভিটা)এলাকার মৃত-দুলাল মিয়ার ছেলে মোঃ কালাম মিয়া(৩৫)।
অভিযানের বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি)রোমেল বড়ুয়া জানান,চোরাই মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেফতার সহ তাদের কে আইনের আওতায় নিয়ে আসার জন্য বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাই মোটর সাইকেল সহ চোর চক্রের বেশ কিছু সদস্যদের কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এরা পরিকল্পিত ভাবে শহরের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটর সাইকেল চুরি করে থাকে। অভিযোগের আলোকে চোর ধরতে আমরা প্রযুক্তি ব্যবহার করে কালাম মিয়া নামে একজন চোর চক্রের সদস্যকে গতকাল রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৩৯ টি চুরির মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে (১৩ আগস্ট) বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পীরগাছা থানা পুলিশের এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।