মুন্সীগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে আরিফের চাচাতো ভাই ইমরান গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষ—একটি আতিক মল্লিক ও ওহিদ মোল্লা সমর্থিত এবং অন্যটি আওলাদ হোসেনের অনুসারী—মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনে বের হলে প্রতিপক্ষের নেতৃত্বে শাহ কামালসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, আরিফকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির বলেন, “দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ইউনিয়নে আধিপত্য নিয়ে তাদের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে।”
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “সংঘর্ষের কারণ এখনো নিশ্চিত নয়। আমরা ঘটনাস্থলে আছি এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

