ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের তরুন প্রচার ও যোগাযোগকারি (ওয়াইওসি) গ্রুপের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের তরুন প্রচার ও যোগাযোগকারি গ্রুপের আয়োজনে উপজেলা সদরের মরহুম ফারুক সিকদার স্মৃতি সংসদে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অডিনেটর মো.হাদিউজ্জামান সুজন।
সভায় প্রধান অতিথি ছিলেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান।
সভায় বিশেষ অতিথি ছিলেন পিস এ্যাম্বেসেডর শাখাওয়াত হোসেন, পিএফজি সদস্য মো.হাসিব ভুট্রো ও ইয়ুথ লিডার সাকিবুজ্জামান সবুর।
সভায় অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্ত উপজেলা সংবাদদাতা মো.আমিনুল ইসলাম, ইয়ুথ লিডার ইমরান হোসেন, ফারজানা আক্তার, সাজিদ মাহমুদ, ফজলে রাব্বানী আবির, মারিয়া আক্তার, আফসানা এ্যানি, নাদিয়া জামান, সাদিয়া দোলন, জান্নাতি আক্তার, ইশরাক মীরবহর, খাইরুল ইসলাম, তানভীর হাসান, সাব্বির হোসেন, রবিউল ইসলাম মারজান ও নাজমুল হোসেন প্রমূখ।

